মহামারীর মোকাবিলায় বান্দুং চেতনা প্রচার করা উচিত: সিআরআই সম্পাদকীয়
  2020-04-22 18:14:10  cri
এপ্রিল ২২: এখন পর্যন্ত গোটা বিশ্বে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এটি বিভিন্ন দেশের অর্থনীতি, রাজনীতি ও সমাজে গুরুতর প্রভাব ফেলেছে। সম্প্রতি বান্দুং সম্মেলন আয়োজনের ৬৫তম বার্ষিকী উপলক্ষ্যে ইন্দোনেশিয়ার বিশেষজ্ঞরা মহামারীর মোকাবিলায় ঐক্য, মৈত্রী ও সহযোগিতার বান্দুং চেতনা প্রচার করার আহ্বান জানান। সিআরআই সম্পাদকীয়তে এসব উল্লেখ করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আন্তরা নিউজ এজেন্সির বেইজিংয়ের সাংবাদিক এম ইরফান ইলমি সম্প্রতি এক সম্পাদকীয়তে বলেন, কোভিড-১৯ রোগের কারণে এ বছর এশিয়া ও আফ্রিকা সম্মেলন অর্থাত্ বান্দুং সম্মেলন আয়োজনের ৬৫তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠান না হলেও, বান্দুং চেতনা দিয়ে ঐক্যবদ্ধভাবে মহামারি মোকাবিলা সম্ভব।

ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক গবেষণালয়ের গবেষক কনি রাহাকুন্দিনী বাকরি সম্প্রতি এক প্রবন্ধে লিখেন, চীনের ভাইরাস প্রতিরোধের সফল অভিজ্ঞতা বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। মানবজাতির অভিন্ন শত্রু হিসেবে বিভিন্ন দেশের উচিত বান্দুং চেতনা অনুযায়ী যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করা।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040