আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতায় খাদ্যশস্য নিরাপত্তা রক্ষার সিদ্ধান্ত জি-টোয়েন্টি'র কৃষিমন্ত্রী সম্মেলন
  2020-04-22 16:44:51  cri
এপ্রিল ২২: কোভিড-১৯ রোগে বিশ্বের খাদ্যশস্য ও কৃষি শিল্পের নিরাপত্তা রক্ষায় সৌদি আরবের উদ্যোগে জি-টোয়েন্টি জোটের কৃষিমন্ত্রীদের বিশেষ অনলাইন ভিডিও সম্মেলন গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে চীন কৃষি উত্পাদন পুনরুদ্ধারের চেষ্টা করার আহ্বান জানায়। কৃষিপণ্যের বাণিজ্যিক শৃঙ্খলা ও বাজারের স্থিতিশীলতা রক্ষা, বহুপাক্ষিক সহযোগিতা জোরদার করা, জাতিসংঘের খাদ্যশস্য এবং কৃষি সংস্থা, বিশ্ব খাদ্যশস্য পরিকল্পনা বিভাগ এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে সমর্থনের আহ্বান জানিয়েছে।

সম্মেলনে প্রকাশিত বিবৃতিতে ঘনিষ্ঠ সহযোগিতা চালানো ও বিশ্বের খাদ্যশস্য নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ওঠানামার কারণে এ ব্যবস্থাগুলি এড়িয়ে চলতে হবে। সময়মতো ভোক্তাদের বিশেষ করে সবচেয়ে দরিদ্র মানুষকে যথেষ্ট খাদ্যশস্য সরবরাহ করতে হবে। সার্বিকভাবে কৃষক এবং মধ্য ও ক্ষুদ্র কৃষি প্রতিষ্ঠানগুলোকে মহামারীর কঠিন সময়ে সহায়তা করার চেষ্টা করতে হবে বলে উল্লেখ করা হয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040