বিভিন্ন দেশকে কোভিড-১৯ প্রতিরোধক চিকিত্সাসামগ্রী ও সরঞ্জাম দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ সাধারণ পরিষদ
  2020-04-22 16:41:13  cri
এপ্রিল ২২: জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে একটি ধারা গৃহীত হয়েছে, এতে বিভিন্ন দেশে কোভিড-১৯ রোগ প্রতিরোধের চিকিত্সাসামগ্রী, সরঞ্জাম ও টীকা দেওয়ার আহ্বান জানানো হয়।

ধারায় বলা হয়, কোভিড-১৯ সমাজ, অর্থনীতি, বিশ্বব্যাপী বাণিজ্য ও পর্যটন খাতে ভীষণ নেতিবাচক প্রভাব ফেলেছে। ন্যায্যভাবে চিকিত্সাপণ্য পাওয়া নিশ্চিত করা উচিত। এটি বিশ্বের মহামারী দূর করার ক্ষেত্রে সহায়ক।

ধারায় জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থার মধ্যে সহযোগিতা চালিয়ে যৌক্তিকভাবে, স্বচ্ছ, ন্যায্য, দক্ষ ও সময়মত চিকিত্সাসামগ্রী ও সরঞ্জাম, ঔষধ ও টীকার বিন্যাস করা এবং অভিজ্ঞতা বিনিময় করার অনুরোধ জানানো হয়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040