'কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চীনের কার্যক্রম' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত
  2020-04-22 11:32:42  cri
এপ্রিল ২২: গতকাল (মঙ্গলবার) 'কোভিড-১৯ মহামারী প্রতিরোধে চীনের কার্যক্রম' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়েছে চায়না ডেইলি পত্রিকায়। চীনা ও ইংরেজি ভাষায় রচিত প্রতিবেদনে সম্প্রতি চীনের কোভিড-১৯ মহামারী প্রতিরোধক পদক্ষেপ ও অভিজ্ঞতার সারাংশ উল্লেখ করা হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের সাথে যৌথভাবে মহামারীর চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলা করা আর যৌথভাবে বিশ্বের জনস্বাস্থ্য নিরাপত্তা রক্ষা করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

চীনের বুদ্ধিজীবিরা ৬০ জনেরও বেশি চিকিত্সক ও দেশি-বিদেশি পণ্ডিতের বক্তব্যের ভিত্তিতে এ প্রতিবেদন রচনা করেন। ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় অবস্থা গবেষণাগার এবং চীনের সিয়েহ্য হাসপাতালের জনস্বাস্থ্য প্রশাসনিক নীতি একাডেমির যৌথ উদ্যোগে প্রতিবেদনটি রচিত হয়।

প্রতিবেদনে মহামারী প্রতিরোধে চীনের বাস্তব পদক্ষেপ তুলে ধরা হয়েছে; চীনের জনস্বাস্থ্যব্যবস্থা এবং ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে গৃহীত বিভিন্ন পদক্ষেপের পরিচয় দেওয়া হয়েছে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040