ভারতে ১৮ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত
  2020-04-22 10:45:51  cri
এপ্রিল ২২:গতকাল (মঙ্গলবার) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ তথ্য অনুসারে, সেদিন পর্যন্ত দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৮,৯৮৮ জন। আক্রান্তদের মধ্যে ৬০৩ জন মারা গেছেন। ভারতীয় বিশেষজ্ঞরা বলছেন, লক্ষণমুক্ত রোগীদের শনাক্ত করা সবচেয়ে কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।

ভারতীয় সংসদের নিম্নকক্ষ হাউস অফ পিপলসের মুখপাত্রের কার্যালয় একুশ তারিখে নিশ্চিত করেছে যে, গণআদালতের সচিবালয়ের একজন ক্লিনার ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ভারতীয় রাষ্ট্রপতি প্যালেসের একজন কর্মকর্তা ও সেখানে পরিচ্ছন্নতার দায়িত্বে নিয়োজিত একটি পরিবারের সকল সদস্য ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাষ্ট্রপতি প্রাসাদের সাথে সম্পর্কিত ১২৫টি পরিবারকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। (জিনিয়া/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040