উহানে ভাইরাস তৈরি সম্পর্কিত মার্কিন দাবি সম্পূর্ণ মিথ্যাচার: সিআরআই সম্পাদকীয়
  2020-04-21 20:07:57  cri
এপ্রিল ২১: মার্কিন ফক্স নিউজ রোববার প্রকাশিত খবরে জানায়, করোনাভাইরাস চীনের বিজ্ঞান একাডেমির উহান ভাইরাস গবেষণালয়ের তৈরি। যুক্তরাষ্ট্র এ বিষয়ে সার্বিক তদন্ত শুরু করেছে। কিন্তু খবরে কোন বিস্তারিত তথ্য দেওয়া হয় নি। খবরে তথাকথিত এক বিশেষজ্ঞকে উপস্থাপন করা হয়, যিনি সবসময় চীনের বিরুদ্ধে নানা অভিযোগ করে থাকেন। তিনি বলেন, উহানের ভাইরাস গবেষণালয়ের নিরাপত্তা রক্ষা ব্যবস্থার মানদণ্ড একেবারে নিম্ন পর্যায়ের। কিন্তু কীভাবে? তা উল্লেখ করেন নি তিনি। এ ধরণের খবর ও অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে সিআরআই সম্পাদকীয়।

সম্প্রতি ফক্স নিউজ প্রায়শই উহানের ভাইরাস গবেষণালয়ের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। এরপর ওই গণমাধ্যমটি এক সাংবাদিক সম্মেলনে একই ধরনের প্রশ্ন করে। কিন্তু সবাই জানে যে, ফক্স নিউজ মূলত মার্কিন প্রশাসনের পক্ষে কাজ করে। এটি আসলে মার্কিন নেতাদের নিজস্ব কথা। অবশ্যই এর লক্ষ্য প্রশাসনের ব্যর্থতার দায় এড়ানো।

এজন্য দুটি কারণ দেখানো হয়। একটি হলো, উহানের ভাইরাস গবেষণালয় হুনান সামুদ্রিক পণ্য বাজারের কাছাকাছি। দ্বিতীয়তটি, গবেষণালয়টি জৈব রাসায়নিক অস্ত্র তৈরি করে- এমন মিথ্যা দাবি।

কিন্তু ফক্স নিউজ এসব দাবির প্রেক্ষিতে বিশ্বের সামনে কোনও প্রমাণ হাজির করতে পারে নি।

গত ১৮ ফেব্রুয়ারি বিশ্বের ২৭জন শ্রেষ্ঠ বিজ্ঞানী 'দ্য ল্যানসেট' ম্যাগাজিনে প্রকাশিত এক বিবৃতে কোভিড-১৯ রোগের ভাইরাস পরীক্ষাগারে তৈরির ষড়যন্ত্র তত্ত্বের তীব্র বিরোধিতাও করেন।

যুক্তরাষ্ট্রের 'সায়েন্সডেইলি' সম্প্রতি এক প্রবন্ধে জানায়, কোভিড-১৯ ও সংশ্লিষ্ট ভাইরাসের জিন গবেষণার পর বোঝা গেছে, এটি পরীক্ষাগারে তৈরি সম্ভব নয়।

গত ২০ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম এক সতর্কবার্তায় বলেন, সবচেয়ে খারাপ সময় সামনে আসছে। তিনি ভাইরাস নিয়ে পারস্পরিক লড়াই ও রাজনীতি বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040