দক্ষিণ কোরিয়াকে ৩২.৫ টন আকরিকবাহী জাহাজ হস্তান্তর করেছে চায়না শিপবিল্ডিং গ্রুপ
  2020-04-21 18:13:22  cri
এপ্রিল ২১: গতকাল (সোমবার) চায়না শিপবিল্ডিং গ্রুপ দক্ষিণ কোরিয়াকে 'থিয়েশান' নামের ৩২.৫ টন আকরিকবাহী জাহাজ হস্তান্তর করেছে। এ বছর পুনরায় জাহাজ তৈরি শিল্প চালু হলে প্রথম হস্তান্তর করা জাহাজ এটি।

'থিয়েশান' জাহাজটি হলো দক্ষিণ কোরিয়ার জন্য তৈরি করা চীনের এ প্রতিষ্ঠানের প্রথম জাহাজ। জাহাজটি ৩৩৯.৯ মিটার দীর্ঘ, ৬২ মিটার চওড়া এবং ২৯.৫ মিটার গভীর।

এ ধরনের জাহাজকে বর্তমান বিশ্বের সবচেয়ে উন্নতমানের আকরিকবাহী জাহাজ বলা হয়। পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয়, নিরাপত্তা ও স্থিরতা হলো এ জাহাজের বিশেষ বৈশিষ্ট্য।

(ছাই/তৌহিদ /ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040