চীনের আন্তর্জাতিক বাণিজ্য বিশ্বের সরবরাহ চেইন জোরদার করবে: সিআরআই সম্পাদকীয়
  2020-04-21 18:11:38  cri
এপ্রিল ২১: বর্তমানে কোভিড-১৯ রোগ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, আন্তর্জাতিক বাজার ও ভোক্তারা অবরুদ্ধ হয়েছে। চীনা প্রতিষ্ঠানসহ সারা বিশ্বের প্রতিষ্ঠান এ সংকট থেকে মুক্তির পথ খুঁজছে এবং নতুন বাণিজ্যিক পদ্ধতি ও নব্যতাপ্রবর্তনের সুযোগ সৃষ্টির চেষ্টা করছে। এর মধ্যে চীনা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যিক পদ্ধতি নব্যতাপ্রবর্তন করে বিশ্বের সরবরাহ চেইন গড়ে তোলার চেষ্টা করছে।

বর্তমানে চীন-ইউরোপ ট্রেনের পরিবহন স্বাভাবিক হয়েছে। গত ১৪ এপ্রিল ভাইরাস ছড়িয়ে পড়ার পর উহান থেকে প্রথম চীন-ইউরোপ ট্রেন বের হয়। এ পর্যন্ত চীন থেকে জার্মানিগামী ৯০ শতাংশ ট্রেন পুনরায় চালু হয়েছে।

ভাইরাসের নেতিবাচক প্রভাবে দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিকাংশ দেশে বিমান যোগাযোগ বন্ধ রয়েছে। চীনের বিখ্যাত্ ই-কমার্স প্ল্যাটফর্ম আলিবাবা দক্ষিণ-পূর্ব এশিয়ার ই-কমার্স প্ল্যাটফর্ম লাজাদার সঙ্গে পণ্য পরিবহন কোম্পানি গড়ে তুলে বিভিন্ন পণ্য ও মহামারী প্রতিরোধসামগ্রী বিশ্বের শতাধিক দেশ ও অঞ্চলে পাঠিয়েছে।

গত ৭ এপ্রিল চীন পরীক্ষামূলক ৪৬টি আন্তর্জাতিক ই-কমার্স কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। অনুমোদিত ৫৯টিসহ চীনে মোট ১০৫টি আন্তর্জাতিক ই-কমার্স কেন্দ্র তৈরি হবে।

(ছাই/তৌহিদ /ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040