গোটা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২৩.১ লাখের বেশি: হু'র পরিসংখ্যান
  2020-04-21 18:04:27  cri
এপ্রিল ২১: বেইজিং সময় সোমবার বিকাল ৪টা পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা—হু'র প্রতিবেদনে বলা হয়, গোটা বিশ্বে কোভিড-১৯ রোগে নতুন আক্রান্ত হয়েছে ৭২,৮৪৬জন। সর্বমোট আক্রান্ত হয়েছে ২৩,১৪,৬২১জন। এদিন আগের দিনের চেয়ে ৫,২৯৬জন বেশি মারা গেছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে মোট ৭,৮৩,২৯০জন।

হু'র প্রতিবেদনে বলা হয়, কিছু দেশে লকডাউন শিথিল করা হলেও মহামারী কিন্তু শেষ হয় নি।

এদিকে রোববার মার্কিন অর্থ মন্ত্রণালয় এবং শুল্ক ও সীমান্তরক্ষা ব্যুরো যৌথভাবে অস্থায়ী ব্যবস্থায় জানায়, কোভিড-১৯ রোগে গুরুতর ক্ষতিগ্রস্ত আমদানিকারকদের ৯০ দিনের জন্য নির্দিষ্ট পণ্যে শুল্ক ও কর স্থগিত করা হয়েছে।

মার্কিন ভূখণ্ডের নিরাপত্তা মন্ত্রণালয় সোমবার জানায় যে, কোভিড-১৯ প্রতিরোধে কানাডা ও মেক্সিকোর সঙ্গে সীমান্তে অপ্রয়োজনীয় পর্যটনের সীমাবদ্ধতা আরো ৩০ দিন বাড়ানো হবে।

সোমবার পর্যন্ত ইতালিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ১০৮,২৩৭জন। দেশটিতে কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ার পর এই প্রথম আক্রান্তের সংখ্যা ২০জন কমেছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040