চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: ভারতীয় বিশেষজ্ঞ
  2020-04-21 10:44:08  cri
এপ্রিল ২১: সম্প্রতি চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরো চলতি বছরের প্রথম প্রান্তিকের অর্থনীতির সূচক প্রকাশ করেছে। ভারতের 'ইন্ডিয়া গ্লোবল সেন্টার ফর চায়নিস'-এর মহাপরিচালক প্রসুন শর্মা সম্প্রতি সিএমজি'কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে; বিভিন্ন দিকে সুষ্ঠু প্রবণতা দেখা যাচ্ছে। চীন বিশ্বের অর্থনীতির প্রবৃদ্ধিতে অব্যাহতভাবে অবদান রাখবে।

প্রসুন শর্মা বলেন, চীনের অর্থনীতি করোনা ভাইরাস মহামারির প্রভাবে প্রথম প্রান্তিকে ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ২০২১ সালে চীনের অর্থনীতিতে বিশ্বের যে কোনো দেশের চেয়ে ভালো প্রবৃদ্ধি অর্জিত হবে। এ থেকে বোঝা যায়, সারা বিশ্ব চীনের অর্থনীতি সম্বন্ধে খুব আশাবাদী। তিনি বলেন,

"সংকটের পর চীনের অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে; চীনের এমন অভিজ্ঞতা আছে। ২০০৩ সালে সার্সের সময় সেই বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের অর্থনীতির প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশ কমেছে। তবে ঠিক একই বছরে, চীন সরকার ও শিল্পের নীতি প্রণয়নকারীরা যৌথ চেষ্টা চালিয়ে বছরে ৯.৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। একই ধরনের ঘটনা এবারও ঘটবে বলে আশা করা যায়। বস্তুত, বিশ্ব চীনের অর্থনীতি সম্বন্ধে খুব আশাবাদী।"

প্রসুন বলেন, চীনের রাষ্ট্রীয় পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীনের অর্থনীতি প্রাণচঞ্চল হয়ে উঠছে। সেবাশিল্প পুনরুদ্ধার হচ্ছে। যোগাযোগ ও পরিবহন, খুচরা বিক্রি ও ব্যাংকসহ বিভিন্ন শিল্পও পুনরুদ্ধার হচ্ছে। তিনি বলেন,

"বর্তমানে চীনের অর্থনীতিতে পুনরুদ্ধারের প্রবণতা দেখা যাচ্ছে। কারণ, চীনের পিএমআই ফেব্রুয়ারি মাসের ২৯ শতাংশ থেকে বেড়ে মার্চ মাসে ৫২ শতাংশে দাড়িয়েছে। তা থেকে জানা যায়, চীন সরকার, নীতির প্রণয়নকারী এবং বিভিন্ন শিল্প অর্থনীতির পুনরুদ্ধারের কর্তব্য বাস্তবায়ন করছে।"

প্রসুন মনে করেন, বিশ্বের অর্থনীতির একীকরণের প্রেক্ষাপটে, প্রত্যেক দেশ করোনাভাইরাসের মহামারিতে প্রভাবিত হয়েছে। কোনো দেশ এর বাইরে দাঁড়াতে পারে না। তিনি বলেন, চীনের সম্মুখীন কঠিনতা অস্থায়ীকালের। কারণ, চীনের বিরাট বাজার, স্থিতিশীল অর্থনৈতিক কাঠামো এবং শক্তিশালী ভিত্তি আছে। অর্থনীতির স্বাভাবিক পথে ফিরে আসলে অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি কার্যকর হতে পারবে। তিনি বলেন,

"আমার মনে হয়, বর্তমানে চীনের সম্মুখীন সমস্যাগুলো অস্থায়ী। কারণ, এর আগে জীবন বাঁচানোকে চীনা কমিউনিস্ট পার্টি ও চীনের জনগণের শীর্ষ কর্তব্য ছিল। বর্তমানে করোনাভাইরাসের প্রতিরোধ এবং জীবন বাঁচানোয় চীন বিরাট সাফল্য অর্জন করেছে। অর্থনীতির পুনরুদ্ধারেও চীনের বিরাট সামর্থ্য আছে। প্রথমত, চীনের ৩ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি বৈদেশিক মুদ্রার মজুত আছে। এর সঙ্গে চীনের উত্পাদন শিল্প শক্তিশালী। যদিও ভাইরাসের প্রাদুর্ভাবে চীনের উত্পাদন শিল্পের প্রবৃদ্ধি ১১ শতাংশ হ্রাস পেয়েছে, তবে অল্প সময়ের মধ্যে তা পুনরুদ্ধার হতে পারবে এবং আগের ক্ষয়ক্ষতি পূরণ হবে। বর্তমান অবস্থায়, চীনের অর্থনীতির পুনরুদ্ধার-প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং সামনের দিকে এগুচ্ছে।" (শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040