মার্কিন রাজনীতিবিদদের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহারের তত্পরতা অন্যায়: সিআরআই সম্পাদকীয়
  2020-04-20 20:13:05  cri
এপ্রিল ২০: সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউসে আয়োজিত কোভিড-১৯ সম্পর্কিত সাংবাদিক সম্মেলনে বার বার চীনে মৃত্যুর সংখ্যা নিয়ে সন্দেহ করেন। তিনি সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে বলেন যে, চীনে মৃত্যুর সংখ্যা যুক্তরাষ্ট্রের চেয়েও বেশি। মৃত্যু নিয়েও অন্যায়ভাবে রাজনীতি করছেন বলে অভিযোগ করেছে সিআরআই সম্পাদকীয়।

আসলে প্রত্যেকের জীবন কিন্তু একবারই। কিছু রাজনীতিবিদ জীবনের প্রতি সম্মান জানায় না। তারা মৃত্যু নিয়েও রাজনীতি করছেন। এটি মানবজাতির স্বাভাবিক আচরণ বিরুদ্ধ। এমন কি যুক্তরাষ্ট্রের সামাজিক মাধ্যমেই ট্রাম্পের সমালোচনা করে বলা হয়, এটি মৃত্যুর প্রতিযোগিতা নয়।

চীনের জন্য মানুষের প্রাণ রক্ষা করা হলো ভাইরাস প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। জীবনের প্রতি সম্মান ও জীবন রক্ষার ভিত্তিতে উহান শহর শনিবার কোভিড-১৯ রোগে আক্রান্ত ও মৃত্যুর তথ্য আপডেট করেছে। উহানে সর্বশেষ মৃত্যুর সংখ্যা ছিল ৪৬৩২জন।

নাগরিকদের জীবন রক্ষার বিষয়ে কিছু না-করে বেশি করে মিথ্যা প্রচার করার চেষ্টা করছেন মার্কিন রাজনীতিকরা। এটি হয়ত যুক্তরাষ্ট্রের মহামারী প্রতিরোধে ব্যর্থতার একটি কারণ।

(ছাই/তৌহিদ /ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040