নাগরিকদের লকডাউন ভাঙায় উত্সাহ দেওয়ার মার্কিন তত্পরতা- আগুন নিয়ে খেলা: মার্কিন গণমাধ্যম
  2020-04-20 20:07:37  cri
এপ্রিল ২০: কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের সরকার 'ঘরে লকডাউনের' নির্দেশনা দেয়। সম্প্রতি এর বিরুদ্ধে কিছু মানুষ প্রতিবাদ মিছিল করেছে। তারা 'আমরা কাজ চাই' ও 'অ্যান্টনি এস ফৌসিকে বরখাস্ত করা' হোক- এমন স্লোগান দিয়েছে। নাগরিকদের লকডাউন¬¬-বিরোধী আহ্বান যেন 'আগুন নিয়ে খেলা' বলে মন্তব্য করেছে মার্কিন গণমাধ্যমগুলো।

উল্লেখ্য তিন শতাধিক বিক্ষোভকারী গতকাল (রোববার) টেক্সাসের রাজধানী অস্টিনে মিছিল করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে বিক্ষোভকারীদের উত্সাহ দেন।

রয়টার্স জানায়, ১৫ মার্চ মিশিগান রাজ্যে হাজার হাজার মানুষ রাজধানী ল্যানসিংয়ে পরিবহন অবরুদ্ধ করে। কোন কোন বিক্ষোভকারী প্রেসিডেন্ট ট্রাম্পকে সমর্থন দেয় এবং রাজ্যের গর্ভনরের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।

এদিকে ট্রাম্প শনিবার সামাজিক মাধ্যমে তিনটি পোস্ট দেন। তিনি লিখেন, 'মিশিগান, মিনেসোটা ও ভার্জিনিয়া অঙ্গরাজ্যকে মুক্তি দেওয়া হোক। সংবিধান অনুযায়ী তোমাদের বন্দুক নেওয়ার অধিকার আছে।'

সম্প্রতি সিএনএনের সম্পাদকীয়ে বলা হয়, ওই তিন রাজ্যে হাজার হাজার মার্কিন মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। যদি লকডাউন না করা হয়, তাহলে কয়েক লাখ মানুষ মারা যাবে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040