কোভিড-১৯ পরীক্ষাগারে তৈরির মার্কিন দাবি খণ্ডন করেছে বেইজিং
  2020-04-20 19:58:00  cri
এপ্রিল ২০: সম্প্রতি কিছু মার্কিন সরকারি কর্মকর্তা কোভিড-১৯ উহানের পরীক্ষাগারে তৈরি হয়েছে- এমন দাবি করেছেন। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং আজ (সোমবার) বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেন, ভাইরাসের উত্স অনুসন্ধান হলো বৈজ্ঞানিক গবেষণার বিষয়, কোনও রাজনৈতিক বিষয় না। মার্কিন কর্মকর্তাদের তথাকথিত কথার প্রমাণ ও যুক্তি নেই। চীন আশা করে, মার্কিন মানুষ সত্যকে সম্মান করবে, বিজ্ঞানকে সম্মান করবে এবং আন্তর্জাতিক জনমতকে সম্মান করবে।

মুখপাত্র বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু ও যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশের জনস্বাস্থ্য খাতের বিশেষজ্ঞ ও পণ্ডিত সাধারণত মনে করেন, এ ভাইরাস পরীক্ষাগারে তৈরি করা সম্ভব না। উহানের ভাইরাস গবেষণালয়ের কোনও কর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হন নি। যুক্তরাষ্ট্রের কিছু মানুষের দায়িত্বহীন কথা বিজ্ঞান গবেষণায় নেতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, বর্তমান চীনে মহামারী শেষ হয় নি। চীন গেটস তহবিলসহ আন্তর্জাতিক সমাজের সঙ্গে মহামারী প্রতিরোধে সহযোগিতা চালাতে চায়, যাতে বিশ্বের জনগণের স্বার্থ ও জনস্বাস্থ্যের নিরাপত্তা রক্ষা করা যায়।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040