এ বছরের প্রথম তিন মাসে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সূচক হ্রাস পেয়েছে, কিন্তু সামগ্রিক অবস্থা স্থিতিশীল
  2020-04-20 19:09:02  cri
এপ্রিল ২০: চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রীয় মালিকানাধীন সম্পদ তদারকি ও প্রশাসন কমিশন আজ (সোমবার) প্রকাশিত পরিসংখ্যানে জানায়, কোভিড-১৯ রোগের নেতিবাচক প্রভাবে এ বছরের প্রথম তিন মাসে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর অর্থনৈতিক সূচক হ্রাস পেয়েছে। কিন্তু সামগ্রিক অবস্থা স্থিতিশীল হয়েছে। গত মার্চ মাসে চীনের আর্থ-সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধারের পাশাপাশি বিভিন্ন সূচক স্পষ্টভাবে উন্নত হচ্ছে। কমিশনের মুখপাত্র ফেং হুয়া এদিন বেইজিংয়ে আয়োজিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, এ বছরের মার্চ মাস পর্যন্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় ছিল ৬ ট্রিলিয়ন ইউয়ান। নিট মুনাফা ছিল ১৩০.৪ বিলিয়ন ইউয়ান। তা গত বছরের একই সময়ের চেয়ে ১১.৮ ও ৫৮.৮ শতাংশ বেশি। অর্থনৈতিক ও সামাজিক শৃঙ্খলা পুনরুদ্ধারের জন্য গত মার্চ মাসে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলোর আয় হয় ২.২ ট্রিলিয়ন ইউয়ান; যা গত জানুয়ারি মাসে পুনরুদ্ধার হয়েছে।

তিনি আরো বলেন, এ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিষ্ঠানের ৯৯.৪ শতাংশ পুনরায় কাজ শুরু করেছে। চীন ভাইরাসের কারণে সৃষ্ট বিভিন্ন ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে বলে উল্লেখ করেন তিনি।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040