চলতি বছর ফ্রান্সের অর্থনীতি ৮ শতাংশ হ্রাস পাবার আশঙ্কা
  2020-04-20 11:22:52  cri
এপ্রিল ২০: গতকাল (রোববার) ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপে বলেন, ১৯৪৫ সালের পর তার দেশ সবচেয়ে গুরুতর অর্থনৈতিক পতনের সম্মুখীন। চলতি বছর ফ্রান্সের অর্থনীতি ৮ শতাংশ হ্রাস পেতে পারে।

এদিন এক প্রেস ব্রিফিংয়ে ফিলিপে বলেন, চলতি বছর অর্থনীতি ৮ শতাংশ হ্রাস পাবে, যার মানে জাতীয় সম্পদ ব্যাপকভাবে কমবে। এর গুরুতর নেতিবাচক প্রভাব পড়বে সমাজের বিভিন্ন ক্ষেত্রে।

তিনি জানান, লকডাউন ব্যবস্থা চলাকালে দেশে অর্থনৈতিক তত্পরতা ৩৬ শতাংশ হ্রাস পেয়েছে। রেঁস্তোরা ও হোটেলগুলোর প্রায় সবই বন্ধ। এ পর্যন্ত বেকার হয়েছেন ৯০ লাখ এবং তাদের জন্য প্রায় ২৪ বিলিয়ন ইউরো ভর্তুকি দেওয়া হয়েছে। তা ছাড়া, দেশের ১ লাখ ৩০ হাজার শিল্পপ্রতিষ্ঠানের জন্য ৩০০ বিলিয়ন ইউরো ঋণ দিয়েছে সরকার।

তিনি আরও বলেন, সাবওয়ে ও বাসসহ বিভিন্ন যানবাহনে যাত্রীদের মাস্ক পরতে বলা হয়েছে এবং গ্রীষ্মকালীন ছুটিতে বিদেশ ভ্রমণে না-যেতে পরামর্শ দেওয়া হয়েছে। (সুবর্ণা/আলিম/শুয়ে ফেই ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040