আজকের টপিক: স্মার্ট ওয়ার্কিং
  2020-04-20 11:07:55  cri

সুপ্রিয় শ্রোতা ও দর্শক, আপনাদের সঙ্গে আবার দেখা হলো, আমি ওয়াং তান হোং (রুবি) এবং আমি....

আপনারা শুনছেন ও দেখছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। এখন শুরু করবো আজকের টপিক। আজ আমরা কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে 'স্মার্ট ওয়ার্কিং' নিয়ে কথা বলব।

স্মার্ট ওয়ার্কিং বললে কী বোঝায়? এর প্রেক্ষাপটে কী?

চীন তথা গোটা বিশ্বের লকডাউন পরিস্থিতিতে 'স্মার্ট ওয়ার্কিং' টার্মটির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। মহামারীর সময়ে বিশেষ করে চীনে স্মার্ট ওয়ার্কিং বৃদ্ধি পেয়েছে। কারণ, চীনের সংস্থাগুলোকে একদিকে নিজেদের কর্মীদের মহামারীর কবল থেকে সুরক্ষিত রাখতে চায়, এবং অন্যদিকে উত্পাদন ও অন্যান্য কর্মাকাণ্ডও স্বাভাবিক পর্যায়ে রাখতে ইচ্ছুক। এ অবস্থায় স্মার্ট ওয়ার্কিংয়ের বিকল্প নেই। আর চীনা শিল্প-প্রতিষ্ঠানগুলোকে স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যেতে হচ্ছে কারণ দেশের চাহিদা মেটানোর পাশাপাশি তাদেরকে বিদেশি চাহিদাও মেটাতে হবে। বিদেশের সঙ্গে কৃত চুক্তি অনুসারে তাদেরকে পণ্য সময়মতো সরবরাহ করতে হবে। তাই দ্রুত স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরে যাওয়া তাদের জন্য জরুরি।

পাশাপাশি, সরকারি সংস্থাগুলোও পুরোপুরিভাবে স্মার্ট ওয়ার্কিং শুরু করেছে এবং অন্যান্য দেশের ব্যবস্থাপনা বিশেষজ্ঞরাও চীনের সংস্থা'র প্রতিষ্ঠিত স্মার্ট ওয়ার্রকিংয়ে অভিজ্ঞতা গ্রহণ করছেন।

কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে আমরা কীভাবে অফিসের কাজ করেছি? হ্যাঁ, চীন আন্তর্জাতিক বেতারে আমরাও স্মার্ট ওয়ার্কিং করেছি ও করছি।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040