বন্ধুরা, শুনছিলেন ছেন ই স্যুন ইসন'র কন্ঠে 'কথা বলবো না' শীর্ষক গান। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে আসেন। তিনি সংগীত ও চলচ্চিত্রের ক্ষেত্রে অনেক মর্যাদা ও পুরস্কার লাভ করেছেন। তার অনেক গান চীনে, এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায়ও ভীষণ জনপ্রিয়। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'Sleep Alone' নামের গান শোনাবো। গানটি একটি ইংরেজি ভাষার গান। গানটি ২০১৫ সালের একটি চলচ্চিত্রের থিম সং। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন কন্ঠে ইসন চান'র কন্ঠে 'Sleep Alone' নামের গান। ১৯৯৫ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগীতমহলে প্রবেশ করেন। ১৯৯৬ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ১৯৯৭ সালে তিনি প্রথমবারের মতো চলচ্চিত্রে কাজ করেন। তিনি সংগীত ও চলচ্চিত্রের অনেক পুরস্কার লাভ করেছেন। তার অনেক গান চীনে, এমনকি দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনপ্রিয়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'অতিরঞ্জিত' শীর্ষক গান। গানটি ২০০৫ সালে রিলিজ হয়। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ইসন চান'র কন্ঠে 'অতিরঞ্জিত' শীর্ষক গান। এখন শুনবেন তাঁর কন্ঠে 'দীর্ঘ সময় দেখা নেই' শীর্ষক গান। গানটি ২০০৭ সালে রিলিজ হয়। গানে বলা হয়েছে: আমি তোমার শহরে এসেছি/ আমি ভাবছি, যখন আমি ছিলাম না, তখন তোমার একাকী লাগছিল কি না/ সুপরিচিত রাস্তায় তুমি নেই/ তুমি কি হঠাৎ দেখা দেবে?/ রাস্তার কোণের কফি শপে তোমার সঙ্গে বসেছিলাম/ আমি তোমার দেখা চাই/ আমরা আগের বিষয় নিয়ে কিছু বলব না, শুধু আনন্দ প্রকাশ করব/ হাই, তোমার সঙ্গে দীর্ঘ সময় দেখা হয়নি।
চলুন, বন্ধুরা, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ইসন চান'র কন্ঠে 'দীর্ঘ সময় দেখা নেই' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'দৃঢ় সুখ' নামের গান শোনাবো। গানটি ২০১৩ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। গানে বলা হয়েছে: একদিন আমি আবিষ্কার করি যে, আমি নিজের জন্য দুঃখিত হতে পারি না/ আমার মাত্র ক্লান্ত কাঁধ রয়েছে/ আমি শুধু সহজ সন্তুষ্টি বহন করি/ একদিন আমি সাধারণ জীবনের সুখ অনুভব করি/ আমি স্পষ্ট ভবিষ্যত্ দেখেছি/যে সুখ আমি চাই, তা দৃঢ় সুখ।
আচ্ছা, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন ইসন চান'র কন্ঠে 'দৃঢ় সুখ' নামের গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'ভালবাসার জন্য' নামের গান শোনাবো। গানটি ২০১১ সালে রিলিজ হয়। গানটি একটি চলচ্চিত্রের থিম সং। গানের কথাগুলো এমন: আমি যেন ভুলে গেছি যে, আমি এখনো তোমাকে ভালবাসি/ আমি আর আগের মতো গান গাইতে পারি না/ আমি সবসময় ভুলে থাকি যে, এখনো আমি তোমাকে ভালবাসি/ ভালবাসার জন্য আমাদের সহজে দুঃখ লাগে না/ যেকোনো বিষয় যেন সুখের মতন/ ভালবাসার জন্য সহজে বৃদ্ধ হচ্ছি/ এখনো আমার তরুণের চেহারা।
চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/তুহিনা)