বিদেশ থেকে আসা ৩৭১জন আক্রান্ত, চীন-রাশিয়া সীমান্ত শহরে কোভিড-১৯ মহামারীর সঙ্গে লড়াই
  2020-04-19 19:11:28  cri
এপ্রিল ১৯: চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় চীন-রাশিয়া সীমান্তবর্তী ৭০ হাজার মানুষের ছোট শহর সুইফেনহ্য। সেখানে সীমান্তের ওপার থেকে চীনে আসা মানুষের মধ্যে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৩৭১জন। এ ছাড়া চিকিত্সা পর্যবেক্ষণে রয়েছে এক হাজারেরও বেশি মানুষ।

গত মার্চ মাসের শেষ দিক থেকে চীন রাশিয়ার মধ্যে বিমান যোগাযোগ হ্রাস পায়। সুইফেনহ্য ও মানচৌলি ছাড়া দু'দেশের মধ্যে ২২টি স্থলবন্দর বন্ধ করা হয়েছে। এ সময় রাশিয়া থেকে অনেক চীনা মানুষ সুইফেনহ্যতে আসেন। গত ১২ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুইফেনহ্য দিয়ে চীনে প্রবেশ করেছে ২৪৯৭জন। এর মধ্যে ৩৭১জন আক্রান্ত হয়েছে।

গত ৭ এপ্রিল থেকে সুইফেনহ্য বন্দরে অস্থায়ীভাবে যাত্রী প্রবেশ বন্ধ করা হয়। গোটা চীন এ ছোট শহরকে সহায়তা দিচ্ছে। অনেক চিকিত্সাকর্মী হুপেই প্রদেশে কাজ শেষ করে সেখানে চলে গেছে।

হঠাত্ ভাইরাস সংক্রমণে সুইফেনহ্য শহরের নির্দিষ্ট কাজ ও উত্পাদন কাজে ভাটা পড়েছে। শনিবার পর্যন্ত ৩৩৬টি আবাসিক এলাকায় ১১ দিন ধরে লকডাউন চলছে। তবে, দিনে একবার প্রয়োজনীয় পণ্য কিনতে বাইরে যেতে পারছেন বাসিন্দারা।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040