হোয়াইট হাউসের কোভিড-১৯ সম্পর্কিত প্রতিবেদনের অসঙ্গতি নিয়ে বিতর্ক
  2020-04-19 16:57:31  cri
এপ্রিল ১৯: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদিন হোয়াইট হাউস থেকে কোভিড-১৯ সম্পর্কে তথ্য দেন। কিন্তু অনেকই ট্রাম্পের প্রতিবেদন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। সম্প্রতি সিএনএন 'কোভিড-১৯ সম্পর্কে ডোনাল্ড ট্রাম্পের উত্তরের পরিবর্তন' শীর্ষক ভিডিও তৈরি করে। ভিডিওতে যুক্তরাষ্ট্রে প্রথম মহামারীতে আক্রান্ত মানুষ পাওয়া থেকে শুরু করে ১৬ এপ্রিল পর্যন্ত দুই মাস সময়ে হোয়াইট হাউসের প্রতিবেদনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরা হয়।

এর আগে 'নিউ ইয়র্ক টাইমসে' প্রকাশিত 'হোয়াইট হাউসের প্রতিবেদন, একজন অসঙ্গতিপূর্ণ ট্রাম্প' শীর্ষক সম্পাদকীয়তে বলা হয়, প্রতিদিনের প্রতিবেদনে প্রেসিডেন্ট সবসময় অসঙ্গতিপূর্ণ তথ্য দেন। কিন্তু তিনি কখনও এটি স্বীকার করেন না। তিনি সবসময় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করেন।

সম্পাদকীয়ে বলা হয়, প্রথম দিকে ট্রাম্প বলেছিলেন, কোভিড-১৯ সাধারণ ফ্লু'র মতো অলৌকিকভাবে অদৃশ্য হয়ে যাবে। এরপর তিনি বলেন, যুক্তরাষ্ট্র সবচেয়ে খারাপ চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সম্প্রতি তিনি ইস্টারের আগে কাজ ও উত্পাদন শুরুর কথা বলেন; তিনি আবার সে কথা ফিরিয়ে নিয়েছেন।

সম্প্রতি মাইক্রোসফটের জাতীয় সম্প্রচার কর্পোরেশনের (এমসিএনবিসি) উপস্থাপক রেচেল মাড্ডো বলেন, আমি টেলিভিশনে ট্রাম্পের প্রতিবেদন প্রকাশ করা বন্ধ দেবো। কারণ এসব তথ্য ভুল।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040