জীবনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হলো ভাইরাস প্রতিরোধে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা: সিআরআই সম্পাদকীয়
  2020-04-19 16:55:30  cri
এপ্রিল ১৯: চীনে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার পর চীনের শীর্ষনেতা বরাবরই জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যকে প্রথম স্থানে রেখেছেন। চীনের সবচেয়ে গুরুতর ভাইরাস সংক্রমিত স্থান উহানে তা প্রতিফলিত হয়েছে। জীবনের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া ভাইরাস সংক্রমণে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বলে উল্লেখ করেছে সিআরআই সম্পাদকীয়।

৭৯ বছর বয়সী নারী ফু ছুন চি গত ফেব্রুয়ারিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হন। তাঁর স্বামীও সন্দেহভাজন ছিলেন। উহানের হানইয়াং হাসপাতালে চিকিত্সা নেওয়ার দশ দিন পর দুই বৃদ্ধ মানুষ সুস্থ হয়ে ওঠেন। গতকাল (শনিবার) মধ্যরাত পর্যন্ত উহানে ১০৯জন আক্রান্ত মানুষ কমেছে। গুরুতর রোগীর সংখ্যাও কমেছে ২২জন।

এর আগে চীনের বিভিন্ন স্থানের ৪২ হাজারেরও বেশি চিকিত্সাকর্মী উহানসহ হুপেই প্রদেশে ভাইরাস প্রতিরোধে সহায়তা দিতে যায়। উহানে খুব অল্প সময়ে লেইশেনশান ও হুওশেনশান এবং ২০টি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়। এ মহামারী প্রতিরোধের লড়াই চীনের গতি, চীনা অবস্থা ও চীনা যোগ্যতা প্রতিফলিত হয়েছে।

চীন জানায়, গত ৬ এপ্রিল পর্যন্ত চীনে আক্রান্তদের গড় চিকিত্সা খরচ ছিল ২১.৫ হাজার ইউয়ান আরএমবি। গুরুতর রোগীদের গড় চিকিত্সা খরচ দেড় লাখ ইউয়ান ছাড়িয়ে গেছে। আরও কিছু গুরুতর রোগীর চিকিত্সা খরচ কয়েক লাখ এমন কি ১০ লাখ ইউয়ান ছাড়িয়েছে। তাদেরকে চিকিত্সাবিমার আওতায় আনা হয়েছে।

আসলে এ পৃথিবীতে প্রত্যেকের মাত্র একটাই জীবন আছে। তাই জীবন রক্ষা ও জীবনের প্রতি সম্মান জানানো হলো সব সমাজের প্রথম কথা। তথাকথিত স্বেচ্ছাচারী জীবন বা 'দিস ইস লাইফ' ধরনের বক্তব্য কিছু অসাধু রাজনীতিবিদের অজুহাত বলে উল্লেখ করা হয় সিআরআই সম্পাদকীয়তে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040