বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ২১.৬ লাখেরও বেশি
  2020-04-19 16:53:52  cri
এপ্রিল ১৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু'র পরিসংখ্যানে বলা হয়, বেইজিং সময় শনিবার বিকাল ৪টা পর্যন্ত গোটা বিশ্বে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা আগের দিনের চেয়ে ৮৫,৬৭৮জন বেড়ে হয়েছে ২১ লাখ ৬০ হাজার ২০৭জন। মৃত্যুর সংখ্যা আগের দিনের চেয়ে ৬,৭১০জন বেড়ে হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৮৮জন।

এদিকে মার্কিন জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে বলা হয়, বেইজিং সময় রোববার সকাল ৬টা ৪০ মিনিট পর্যন্ত গোটা বিশ্বে আক্রান্তের সংখ্যা ছিল ২৩ লাখ ১৭ হাজার ৭৫৯জন। মারা গেছে ১ লাখ ৫৯ হাজার ৫১০জন।

ভারতের নৌবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা গতকাল (শনিবার) জানান, মুম্বাইয়ে অবস্থিত দেশটির একটি নৌ-ঘাঁটিতে ২১জন সেনা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এটি হলো ভারতীয় নৌবাহিনীতে প্রথম সংক্রমণের ঘটনা

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৪,৭৮৫জন; সর্বমোট আক্রান্ত ৩৬,৭৯৩জন।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040