বন্ধুরা, শুনছিলেন হুয়া ছেন ইউ'র কন্ঠে 'তৃষ্ণার্ত' শীর্ষক গান। ২০১৩ সালে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রথম স্থান লাভ করেন। ২০১৪ সালে তিনি প্রথম অ্যালবাম প্রকাশ করেন। ২০১৫ সালে তিনি দু'টি সংগীত প্রতিযোগিতায় চীনের মূলভূভাগে সবচেয়ে জনপ্রিয় কণ্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'ছোটাছুটি' শীর্ষক গান। গানটি ২০১৬ সালে রিলিজ হয়। গানটি হলো একটি চলচ্চিত্রের থিম সং। গানটিতে এক তরুণী'র স্বপ্ন ও সাহসের কথা বলা হয়েছে। চলুন, আমরা একসঙ্গে গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন হুয়াং ছেন ইউ'র কন্ঠে 'ছোটাছুটি' শীর্ষক গান। ২০১৫ সালে তিনি দ্বিতীয় অ্যালবাম প্রকাশ করেন। তার দ্বিতীয় অ্যালবাম ২০১৬ সালের একটি সংগীত প্রতিযোগিতায় সবচেয়ে জনপ্রিয় অ্যালবামের পুরস্কার লাভ করে। একই বছরের ২৭ সেপ্টেম্বরে তিনি এশিয়া নতুন সংগীত অনুষ্ঠানে অংশ নেন। এ বছরে তিনি ড্রাগন টিভি কেন্দ্রের আয়োজিত সংগীত প্রতিযোগিতায় অংশ নেন। ২০১৭ সালের ১৪ মার্চ তিনি নতুন অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'বানর রাজা' শীর্ষক গান। বানর রাজা হলো চীনের বিখ্যাত রূপকথার একটি চরিত্র। গানটি হলো একই নামের চলচ্চিত্রের থিম সং। হুয়াং ছেন ইউ নিজে গানটির সুর রচনা করেন। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন হুয়া ছেন ইউ'র কন্ঠে 'বানর রাজা' শীর্ষক গান। ২০১৭ সালের জুন মাসে তিনি টিভি শোতে অংশ নেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তিনি হুনান প্রদেশের টিভি কেন্দ্রের 'কন্ঠশিল্পী' শীর্ষক সংগীত প্রতিযোগিতায় অংশ নেন এবং দ্বিতীয় স্থান লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না' শীর্ষক গান। গানটি ২০১৫ সালে রিলিজ হয়। গানটির সুর হুয়া ছেন ইউ রচনা করেছেন। গানটির সুর পিয়ানোয় তোলা হয়। তাঁর ঘনিষ্ঠ বন্ধু জুও এর সুর এরেঞ্জ করেছেন। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন হুয়া ছেন ইউ'র কন্ঠে 'তুমি আমাকে নিয়ন্ত্রণ করবে না' শীর্ষক গান। ২০১৮ সালে তিনি বেইজিংয়ে ন্যাশনাল স্ট্যাডিয়ামে একক কনসার্ট আয়োজন করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে তিনি উপস্থাপক হিসেবে নিয়মিতভাবে চেচিয়াং প্রদেশের টিভি কেন্দ্রের একটি অনুষ্ঠানে অংশ নেন। একই বছরের অগাষ্ট মাসে ফোর্বসের প্রকাশিত শ্রেষ্ঠ শতাধিক চীনা মানুষের তালিকায় হুয়াং ছেন ইউ ৩৩তম ছিলেন। একই বছরের ১৫ নভেম্বরে তিনি হাইনান প্রদেশের হাইখৌ শহরের উইউয়ানহ্যে স্ট্যাডিয়ামে টানা তিনবার একক কনসার্ট আয়োজন করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আই কিউ ২৫০' শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন হুয়া ছেন ইউ'র কন্ঠে 'আই কিউ ২৫০' শীর্ষক গান। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে 'অনুসন্ধান' শীর্ষক গান শোনাবো। গানটির কথা এম: 'বালিশের পাশে ঢেউ নেই, কিন্তু আমরা আন্দোলিত হচ্ছি কেন? হাত দিয়ে চন্দ্রপ্রভা দেখা যায় না, আকাশে তারকা উজ্জ্বল হচ্ছে কেন? সূর্য অনেক দূর, কিন্তু কাছে যাওয়ার সামর্থ্য আছে আমাদের। ভোরে আমাদের সবচেয়ে সুন্দর স্বপ্ন বাস্তবায়িত হবে। সুন্দর দৃশ্য কত লম্বা? পথে সুন্দর ফুল আছে। আকাশ আরো রৌদ্রজ্জ্বল। সামনে আরামদায়ক বাতাস আসছে। বিশ্ব কত বড়, পিছনে জন্মস্থান আছে। চলো উড়ি। পথের দৃশ্য গানে পরিণত হচ্ছে। সাদা ও কালো বুঝি না, কিন্তু ঘড়ির ঘণ্টা শুনে বুঝতে পারি। নতুন বিশ্বে দু:সাহসিক কাজ করি। অনেক কথা বলতে চাই, কিন্তু পিছনে কেবলমাত্র মরুভূমি। একা বাসস্থানহীন থাকতে পছন্দ করি, কিন্তু আসলে নিজের সঙ্গে লুকোচুরি করি। সবচেয়ে সুন্দর ভ্রমণের মাধ্যমে আমরা ভালোবাসা মনে রাখতে পারি। চলো উড়ি। আমি দেখেছি, তুমি ফুলের সমুদ্রে বসেছো। তুমি আমার হাত ধরে পাহাড়ের নিচে শুয়ে থাকো। আসলে আমাদের জীবন খুবই অল্প সময়ের। আমাদের উচিত বিশ্বে নিজের চিহ্ন রাখা। চলো উড়ি। আগামী বসন্তকালে আমি বাড়ি ফিরে যাবো। ভালোবাসা তরুণের মত বড় হবে'।
বন্ধুরা, তাহলে চলুন গানটি শোনা যাক।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/তুহিনা)