মার্কিন বাহিনীতে ভাইরাসের সংক্রমণ গোপন করতে চান মার্ক এসপার: সিআরআই সম্পাদকীয়
  2020-04-18 18:59:35  cri
এপ্রিল ১৮: যুক্তরাষ্ট্রে ভাইরাসের অবস্থা দিন দিন গুরুতর হয়ে উঠছে এবং দেশটিতে তথ্য গোপনকারীরাও দক্ষ হয়ে উঠছে। শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার এক সাক্ষাত্কারে মহামারী মোকাবিলায় চীনের 'ভুল' ও 'অস্বচ্ছ' তথ্য প্রকাশের জন্য অভিযোগ করেন। তার এমন দাবি দেশটির অন্যান্য অন্যান্য মার্কিন রাজনীতিকদের প্রতারণামূলক কথার মতোই। এটি এক ধরনের দায়িত্বহীন অজুহাত। এর মাধ্যমে ভাইরাসের সংক্রমণ গোপন করতে চান মার্ক এসপার। এসব মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

আসলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে এসপারের এমন কথায় মার্কিন সেনাবাহিনীতে মহামারী পরিস্থিতি নিয়ে মানুষ বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এদিন মার্কিন নৌবাহিনী সূত্র জানায়, বিমানবাহী জাহাজ রুজভেল্টে আক্রান্তের সংখ্যা আরো বেড়েছে। এখন পর্যন্ত জাহাজে মোট ৬৫৫জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এর আগে এক সেনা কোভিড-১৯ রোগে মারা যায়।

আসলে অবস্থা এত খারাপ নাও হতে পারত। গত ৩০ মার্চ ইউএসএস রুজভেল্টের ক্যাপ্টেন নৌবাহিনীর উচ্চ পর্যায়ে সহায়তার বার্তা পাঠান। এজন্য তাঁকে বহিষ্কার করা হয়।

আরো গুরুতর বিষয় হলো 'রুজভেল্ট' ছাড়াও 'রিগান', 'কার্ল ভিনসন' এবং 'নিমিটজ' বিমানবাহী জাহাজে আক্রান্ত অনুসন্ধান করা হচ্ছে। মার্কিন গণমাধ্যমের সাম্প্রতিক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ৪১টি রাজ্যের ১৫০টিরও বেশি সামরিক ঘাঁটিতে কোভিড-১৯ অনুসন্ধান করা হয়েছে।

অভিযোগ ও দায়িত্বহীন আচরণে সমস্যা দূর হবে না। জীবনহানি হচ্ছে; কিন্তু এসপার মার্কিন সমাজের মনোযোগ সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এত দায়িত্বহীন প্রতিরক্ষামন্ত্রী কীভাবে মার্কিন সেনাদের রক্ষা করবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040