দায়িত্বে অবহেলা ও মহামারী প্রতিরোধে ব্যর্থতার জন্য মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ: সিআরআই সম্পাদকীয়
  2020-04-18 18:54:12  cri
এপ্রিল ১৮: কোভিড-১৯ যুক্তরাষ্ট্রে দ্রুত ছড়িয়ে পড়ছে। কিন্তু মার্কিন সরকার মহামারী প্রতিরোধের ব্যর্থতা ঢাকতে বিভিন্ন অজুহাত খুঁজছে। এ বিষয়ে কিছু মন্তব্য করেছে সিআরআই।

মার্কিন সরকার প্রথম অজুহাতে বলছে, দেশটি আগে থেকে কিছু জানত না।

গত মার্চ মাসের শুরুতে মার্কিন সরকার নিজের সংকট ঢাকতে বহুবার চীনের বিরুদ্ধে অভিযোগ করেন। মার্কিন সরকার জানায়, যুক্তরাষ্ট্রে ভাইরাসের ভয়াবহ অবস্থার কারণ হলো বিশ্ব ও হু'কে সময়মতো তথ্য জানায় নি চীন!

দ্বিতীয় অজুহাতে বলা হচ্ছে, অন্য দেশের উচিত দায়িত্ব পালন করা।

সিএনএনের খবরে বলা হয়, গত ১৯ মার্চ হোয়াইট হাউসে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ট্রাম্পের বক্তৃতায় কোভিড-১৯ কেটে দিয়ে হস্তাক্ষরে লেখা হয় 'চাইনিজ ভাইরাস'। কিন্তু ৪ মার্চ হু দৃঢ়ভাবে একে কোভিড-১৯ বলে উল্লেখ করে এবং তা প্রতিহত করার আহ্বান জানায়।

এবিসি ৩৭ মার্চ প্রকাশিত এক প্রবন্ধে জানায়, কোভিড-১৯ রোগ নিয়ে এশীয়দের বিরুদ্ধে অনেক বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।

সান ফ্রান্সিসকো স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে বলা হয়, গত ৯ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত এশীয়দের বিরুদ্ধে বৈষম্য সম্পর্কিত খবরাখবর ৫০শতাংশ বেড়েছে।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040