হু'র অর্থায়ন বন্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ করেছে আফ্রিকান দেশগুলো: সিআরআই সম্পাদকীয়
  2020-04-18 18:51:55  cri
এপ্রিল ১৮: সম্প্রতি আফ্রিকার বিভিন্ন দেশের গণমাধ্যম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু'র অর্থায়ন বন্ধের জন্য অভিযুক্ত করেছে এবং চীনের সঙ্গে ভাইরাস প্রতিরোধে আরো ঘনিষ্ঠ সহযোগিতা চালানোর আহ্বান জানিয়েছে।

গত ৮ এপ্রিল থেকে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মৌসা ফাকি, পালাক্রমিক সভাপতি রাষ্ট্র দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে ও নামিবিয়ার প্রেসিডেন্ট হেইজ জিঙ্গোব পৃথক পৃথকভাবে সামাজিক মাধ্যমে হু'র নেতৃত্বে মহামারীর বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে মার্কিন সরকারের বিরোধিতার জন্য ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা হু'র মহাসচিবের সঙ্গে সার্বিকভাবে আফ্রিকান ইউনিয়ন ও আফ্রিকার পক্ষ থেকে সমর্থনের কথা জানান এবং যৌথভাবে ভাইরাস প্রতিরোধের আহ্বান জানান। তাঁরা বলেন, এখন সমালোচনার সময় না।

এদিকে আফ্রিকান নেতৃবৃন্দের মতামত সম্পর্কে কেনিয়ার জনপ্রিয় পত্রিকা 'ডেইলি নেশনে' গত ১১ এপ্রিলের খবরে বলা হয়, ট্রাম্পের ভুল সিদ্ধান্ত ও তেদ্রোসের আহ্বানের প্রেক্ষিতে আফ্রিকান নেতৃবৃন্দ একটি অসাধারণ অবস্থান নিয়েছেন।

কেনিয়ার 'নামিবিয়ান' পত্রিকায় ১৫ এপ্রিল প্রকাশিত প্রবন্ধে বলা হয়, ঐতিহ্যবাহী শক্তিশালী দেশ চীনের বিরুদ্ধে অভিযোগ আরোপের জন্য একটি গুজব প্রচার শুরু করেছে। কিন্তু আফ্রিকার মানুষ জানে যে, চীনের সঙ্গে সহযোগিতা চালালে আর্থ-সামাজিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

(ছাই/তৌহিদ/ওয়াং হাইমান)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040