চৌ শেন
  2020-04-17 19:10:30  cri

চৌ শেন, চীনের মূল ভূভাগের একজন কন্ঠশিল্পী। ১৯৯২ সালের ২৯ সেপ্টেম্বর চীনের কুই চৌ প্রদেশের কুই ইয়াং শহরে জন্মগ্রহণ করেন। ২০১৬ সালের জুন মাসে তিনি ইউক্রেনের এলভিভ ন্যাশনাল মিউজিক একাডেমী থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।

চৌ শেনের পূর্বপুরুষের আদি বাসস্থান হু নান প্রদেশে। ছোটবেরায় তিনি বাবা-মা'র সঙ্গে কুই ইয়াংয়ে স্থানান্তরিত হন। ২০১০ সালে চৌ শেন মাধ্যমিক স্কুল থেকে স্নাতক হন। মাধ্যমিক স্কুলের সময় নিজের কন্ঠ খুব বিশেষ বলে চৌ শেন সবার সামনে গান গাইতে ভয় পেতেন। উচ্চ বিদ্যালয়ের এক সঙ্গীত প্রতিযোগিতায় চৌ শেন চ্যাম্পিয়ন হন। তারপর স্কুলে চৌ শেন আস্তে আস্তে সুপরিচিত হয়ে ওঠেন।

বিশ্ববিদ্যালয়ের সময় চৌ শেন ইউক্রেনে পড়তেন। প্রথমে তিনি চিকিত্সার বিষয় বাছাই করেন, তবে অবশেষে তিনি নিজের প্রিয় সঙ্গীতের মেজর বাছাই করে এলভিভ মিউজিক একাডেমীতে ভর্তি হন। ২০১৬ সালের গ্রীষ্মকালে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।

২০১৪ সালে চৌ শেন চীনের চেচিয়াং টেলিভিশনের আয়োজিত 'ভয়েস অব চায়না'তে অংশ নেন। তিনি চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী ছি ইয়ু'র গান 'আনন্দ মুখ' গেয়ে বিচারকের প্রশংসা ও স্বীকৃতি পান।

২০১৪ সালের ৭ অক্টোবর 'ভয়েস অব চায়না'র পুরস্কার প্রদান অনুষ্ঠানে চৌ শেন গান পরিবেশন করেন এবং এই প্রতিযোগিতায় বার্ষিক শ্রেষ্ঠ গানের পুরস্কার জিতে নেন।

২০১৪ সালের পয়লা নভেম্বর চীনের বিখ্যাত নারী কন্ঠশিল্পী না ইং চীনের ছিংতাও শহরে কনসার্ট আয়োজন করেন। তিনি এই কনসার্টের বিশেষ অতিথি হিসেবে গান পরিবেশন করেন। এরপর তিনি বেশ কয়েকবার 'দি ভয়েস অব চায়না'র কনসার্টেও অংশগ্রহণ করেন।

২০১৫ সালের ৩ জানুয়ারি, চৌ শেন 'দি ভয়েস অব চায়না'র তাইপেই কনসার্টে অংশ নেন। বসন্ত উত্সবের সময় তিনি চীনের বেইজিং টেলিভিশনের সংশ্লিষ্ট সাংস্কৃতিক অনুষ্ঠানেও গান পরিবেশন করেন।

২০১৫ সালের জুন মাসে, চৌ শেনের প্রথম অ্যালবাম 'স্মরণ' বাজারে আসে। এ উপলক্ষ্যে তিনি একটি কনসার্টেরও আয়োজন করেন।

২০১৫ সালের অগাস্ট মাসে চৌ শেনের নতুন গান 'গোলাপ ও ছোট হরিণ' বাজারে আসে। ২০১৬ সালের ২৮ মার্চ চৌ শেন 'গোলাপ ও ছোট হরণ' গানটি নিয়ে সেই বছর ২৩তম ওরিয়েন্টাল শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন।

২০১৭ সালের নভেম্বর মাসে চৌ শেনের অ্যালবাম 'শেনের শেন' রিলিজ হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী চৌ শেনের-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040