মাও বু ই
  2020-04-17 19:08:51  cri

মাও বু ই, তাঁর আসল নাম ওয়াং ওয়েই জিয়া। ১৯৯৪ সালের ১ অক্টোবর চীনের হেই লুং জিয়াং প্রদেশের ছি ছি হা আর শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের পপ সঙ্গীতের একজন তরুণ কন্ঠশিল্পী। তিনি চীনের হাং চৌ নর্মাল বিশ্ববিদ্যালয়ে নার্সারি বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।

মাও বু ই ছোটবেলা থেকেই সঙ্গীতের অনুরাগী ছিলেন। মাধ্যমিক স্কুলে লেখাপড়ার সময় তিনি নিজের নামকে 'মাও বু ই'তে পরিবর্তন করেন; এর অর্থ: সাধারণ, অপরিবর্তন। বিশ্ববিদ্যালয়ের সময় তিনি নার্সারি বিষয় নিয়ে লেখাপড়া করেছেন। তিনি বিষয় পরিবর্তন করতে চেয়েছিলেন। কিন্তু বিষয় পরিবর্তন করতে পরীক্ষার ভালো ফলাফল লাগে; তাঁর লেখাপড়ার অবস্থা তেমন ভালো ছিল না। তাই, তার আর বিষয় পরিবর্তন করা হয়ে ওঠেনি।

বিশ্ববিদ্যালয়ের সময় মাও বু ই ক্যাম্পাসের শ্রেষ্ঠ দশ জন কন্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।

২০১৬ সালে মাও বু ই হাং চৌ-এর এক স্থানীয় হাসপাতালে শিক্ষানবিস কর্মী হিসেবে কাজ শুরু করেন। এই বছর থেকে তিনি গান রচনাও শুরু করেন। তাঁর রচিত প্রথম গান তাঁর বড় বোনের বিয়ের জন্য উত্সর্গিত ছিল।

২০১৭ সালে মাও বু ই চীনের 'টেসেন্ট ভিডিও' আয়োজিত কন্ঠশিল্পীর প্রতিযোগিতার লাভ শো 'দি কামিং ওয়ান'-এ অংশ নেন। তিনি এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়নও হন। প্রতিযোগিতাকালে তিনি মোট ১৪টি স্বরচিত গান গেয়েছেন।

২০১৭ সালের পয়লা সেপ্টেম্বর মাও বু ই'র প্রথম লাইভ অ্যালবাম 'সুপারস্টার বু ই'র স্টুডিও নং ১' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে তাঁর কয়েকটি জনপ্রিয় গান: আমার মতো মানুষ, উদ্বেগ দূর করা, ইত্যাদি। এই অ্যালবাম নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিদেশের সঙ্গীতবাজারেও প্রবেশ করেন।

২০১৭ সালে মাও বু ই 'দি কামিং ওয়ান' নামের দেশব্যাপী কনসার্টে অংশ নেন। মাও বু ই ডিজনির কার্টুন চলচ্চিত্র 'কোকো'-এর জন্য 'আমাকে মনে রাখুন' গানটি গেয়েছেন।

২০১৭ সালের ১৪ ডিসেম্বর মাও বু ই'র দ্বিতীয় লাইভ অ্যালবাম ''সুপারস্টার বু ই'র স্টুডিও নং ২' বাজারে আসে।

২০১৮ সালের ৩১ মে, মাও বু ই'র আরেকটি অ্যালবাম 'সাধারণ একদিন' রিলিজ হয়। এই অ্যালবাম অনলাইনে শুধু ১৫ মিনিটের মধ্যে বিক্রি হয় ৫ লাখেরও বেশি।

২০১৮ সারের ২২ সেপ্টেম্বর মাও বু ই'র ব্যক্তিগত কনসার্ট 'আমার মতো মানুষ' শাংহাইয়ে আয়োজিত হয়।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাও বু ই-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040