করোনায় বাংলাদেশে একদিনে রেকর্ড ১৫ মৃত্যু, আক্রান্ত ২৬৬ জন
  2020-04-17 18:41:34  cri
দেশে করোনায় আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৫ জন করোনা রোগী মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৫ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়, একই সময় আক্রান্ত শনাক্ত হয়েছে সর্বোচ্চ ২৬৬ জন। ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষায় করে তাদের শনাক্ত করা হয়।এতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে। এছাড়া রংপুর, যশোর ও খুলনায় উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন।

এদিকে ঢাকা ও নারায়ণগঞ্জের পর গাজীপুরকে করোনা উপদ্রুত এলাকা ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, মানুষ যথাযথভাবে লকডাউন মানছে না। তাই করোনা এখন সামাজিক সক্রমণের পর্যায়ে চলে গেছে।

করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সরকারের খাদ্য সহযোগিতা কার্যক্রম অব্যাহত রয়েছে। তবে একই সঙ্গে রয়েছে ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040