গোটা দেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কা: বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কতা
  2020-04-17 14:41:16  cri
এপ্রিল ১৭: গোটা বাংলাদেশে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গতকাল (বৃহস্পতিবার) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ৪৩টিতে রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ২৮ জেলা অবরুদ্ধ হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া গোটা দেশের অধিবাসীদের প্রতি সন্ধ্যা ৬টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত ঘর থেকে বের না-হওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে এ বিবৃতিতে।

বাংলাদেশের স্বাস্থ্য বিভাগের সুত্রে জানা গেছে, গতকাল (বৃহস্পতিবার) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশটিতে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৩৪১ জন বেড়ে দাঁড়ায় ১৫৭২ জনে। এসময় মৃতের সংখ্যা নতুন করে ১০ জন বেড়েছে। যার ফলে মৃতের মোট সংখ্যা ৬০ জনে দাঁড়ায়। (রুবি/আলিম/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040