'করোনা থেকে রক্ষার পাশাপাশি বাংলাদেশে ডেঙ্গুর ওপর গুরুত্ব দিতে হবে'
  2020-04-16 17:16:36  cri

(ছবি:ডেইলি স্টার)

এপ্রিল ১৬: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার আগামী ২৫ তারিখ পর্যন্ত দেশে লকডাউন অবস্থা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এবং জনগণকে বাসায় থাকতে বলেছে। তবে, এখন ডেঙ্গু বিস্তারের সময়ও বটে। এখন ডেঙ্গুজ্বরের প্রকোপ বাড়ার ঝুঁকির মধ্যে আছে দেশটি। তাই ডেঙ্গুর ওপর গুরুত্ব দিতেও বিশেষজ্ঞরা বলছেন।

বিশেষজ্ঞরা বলছেন, করোয় আক্রান্ত হলে জ্বর হতে পারে; আবার করোনায় আক্রান্ত হলেও জ্বর হয়। এখন এই দুই জ্বরের মধ্যে পাথ্যক্য করাটা জরুরি। রোগ নির্ণয়ে ভুল হলে রোগীর অবস্থা মারাত্মক হতে পারে।

সম্প্রতি দেশটিতে ডেঙ্গুর রোগীও পাওয়া যাচ্ছে। আগামী কয়েক দিনে এই সংখ্যা আরও বাড়বে বলে অনুমান করা হচ্ছে। তাই বিশেষজ্ঞরা প্রস্তাব দিচ্ছেন যে, করোনা ভাইরাস থেকে নিজেকে রক্ষা করার পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারেও সবাইকে সচেতন থাকতে হবে। আর এ জন্য বাড়িঘর পরিচ্ছন্ন রাখা উচিত এবং মশারি ব্যবহার করা জরুরি।

জানা গেছে, গত বছর বাংলাদেশে ইতিহাসের সবচেয়ে গুরুতর ডেঙ্গু মহামারী দেখা দেয়। তখন দেশজুড়ে ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ১ হাজার ৩৫৪ জনে দাঁড়ায়। আর এতে মারা যান ১৭৯ জন। (শুয়েই/আলিম/জিনিয়া)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040