চীনের ব্যবস্থা মানবজাতির সুরক্ষায় ইতিবাচক অবদান রেখেছে: নেপালের স্পিকার
  2020-04-16 16:28:28  cri
এপ্রিল ১৬: নভেল করোনাভাইরাস নিউমোনিয়ার প্রাদুর্ভাবের পর থেকে চীন ও নেপাল একে অপরকে সমর্থন করে আসছে এবং যৌথভাবে এই মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। আর চীন সমস্ত মানবজাতির সুরক্ষায় ইতিবাচক অবদান রেখেছে। নেপালের হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার অগ্নি প্রসাদ সাপকোটা চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।

তিনি বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারী মোকাবিলায় চীনের ব্যবস্থা অল্প সময়ের মধ্যে কার্যকর হয়েছে, যা প্রমাণ করে যে চীনের ব্যবস্থা কার্যকর এবং প্রয়োজনীয়। নেপালও মারাত্মক মহামারীর পরে কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করেছে এবং মনে হয় এটি কাঙ্ক্ষিত ফলাফলও অর্জন করেছে। বিশ্ব এখন চীনের পদক্ষেপগুলো থেকে শিখছে। চীনের প্রতিবেশী হিসাবে নেপাল চীনের অসামান্য অবদানের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, নভেল করোনাভাইরাস নিউমোনিয়া মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে চীন ও নেপালের মধ্যে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুসংহত করেছে। (জিনিয়া/আলিম/শুয়েই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040