করোনায় বাংলাদেশে চিকিৎসকসহ আরও ৪ জনের মৃত্যু, আক্রান্ত রেকর্ড ২১৯
  2020-04-15 18:55:28  cri
করোনায় বুধবার পর্যন্ত ২৪ ঘন্টায় এক চিকিৎসকসহ আরও ৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন রেকর্ড ২১৯ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০-এ, আর রোগীর সংখ্যা হয়েছে ১ হাজার ২৩১ জন। নতুন ৭ জনসহ সুস্থ হয়েছেন ৪৯ জন্

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এ সব তথ্য জানানো হয়। সংবাদ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মুইনুদ্দীন করোনা আক্রান্ত হয়ে বুধবার ভোরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে মারা গেছেন। করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে তিনি এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত হন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। সরকার তার পরিবারের সমস্ত দায়িত্ব নেবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে, কুমিল্লা ও গোপালগঞ্জে করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২ জন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040