মহামারী পরিস্থিতিতে চুং নান শানের সর্বশেষ ১২টি পরামর্শ
  2020-04-26 15:31:58  cri


এপ্রিল ১৬: বর্তমানে চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণ পরিস্থিতি অব্যাহতভাবে উন্নত হচ্ছে। বিদেশে মহামারী পরিস্থিতি দ্রুত ছড়িয়ে পড়ছে। "External anti-input, internal anti-rebound " ইতোমধ্যেই চীনের মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণকাজের গুরুত্বপূর্ণ অংশ। মাস্ক কি খুলে ফেলা যায়? শরীরে কোন লক্ষণ নেই— এমন সংক্রামিত রোগী এবং পুনরায় সংক্রামিত রোগীর কাছ থেকে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে কি? আর পোষা প্রাণীরা এই ভাইরাস ছড়ায় কিনা? এ সম্পর্কিত প্রশ্নের জবাব দিয়েছেন চীনা প্রকৌশল একাডেমির একাডেমিশিয়ান চুং নান শান । তিনি ১২টি পরামর্শ দেন। আজকের টপিক অনুষ্ঠানে আমরা এ বিষয় নিয়েই আলোচনা করবো।(ওয়াং হাইমান/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040