যুক্তরাষ্ট্রে সামাজিক বিচ্ছিন্নকরণ খুব সম্ভবত ২০২২ সাল পর্যন্ত স্থায়ী হবে
  2020-04-15 13:03:24  cri
এপ্রিল ১৫: গতকাল (মঙ্গলবার) সিএনএনের খবরে বলা হয়, সর্বশেষ গবেষণায় জানা গেছে, যুক্তরাষ্ট্রের সামাজিক বিচ্ছিন্ন অবস্থা খুব সম্ভবত ২০২২ সাল পর্যন্ত স্থায়ী হবে। সম্প্রতি হাভার্ড বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য একাডেমির গবেষণাদল 'সায়েন্স' ম্যাগাজিনে এক নিবন্ধ প্রকাশ করে। তাতে বলা হয়, কোভিড-১৯ টিকা গবেষণা বা গুরুতর রোগীদের অবস্থা ভালো না-হওয়া পর্যন্ত অর্থাৎ, ২০২২ সাল পর্যন্ত বিচ্ছিন্নকরণ ব্যবস্থা বজায় রাখতে হবে।

গবেষকরা মনে করছেন, গৃহবন্দী থাকা ও স্কুল বন্ধ রাখাসহ বিভিন্ন পদক্ষেপও ২০২২ সাল পর্যন্ত হতে পারে। কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব মার্কিন সরকারের ধারণা অনুযায়ী গ্রীষ্মকালে বন্ধ হবে না বলে উল্লেখ করা হয় গবেষণামূলক নিবন্ধে।

(সুবর্ণা/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040