ভিন্ন রকম নববর্ষ পালন বাংলাদেশে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী
  2020-04-14 19:00:39  cri
করোনা-দুর্যোগে এবার ভিন্ন রকমে নববর্ষ- ১৪২৭ বঙ্গাব্দ উদযাপন করেছে বাংলাদেশের মানুষ। সরকারের নির্দেশনা অনুযায়ী ঘরে পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন এবং ডিজিটাল মাধ্যমে সীমিত আকারে হয়েছে বর্ষবরণের অনুষ্ঠান।

ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন জানান, করোনা সতর্কতায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তারা বাতিল করেছেন রমনার বটমূলে ঐতিহ্যবাহী বর্ষবরণের অনুষ্ঠান। তার বদলে ছায়ানটের আগের বছরগুলোর অনুষ্ঠান থেকে নির্বাচিত অংশ বিটিভিতে প্রচারিত হয়। ১৯৬৭ সালে শুরু হওয়ার পর এর আগে শুধুমাত্র ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় হতে পারেনি বর্ষবরণ। উদীচীসহ আরও অনেক সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে নববর্ষের অনুষ্ঠান করেন।

এদিকে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। আলাদা বাণীতে তারা বলেন, করোনা মহামারি প্রতিরোধই নববর্ষের অঙ্গীকার।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040