মার্কিন রাজনীতিবিদের বাজে কথা মহামারী ঠেকাতে সেদেশের তিনটি ভুল ধামাচাপা দিয়ে রাখতে পারে না: সিআরআই সম্পাদকীয়
  2020-04-14 15:20:19  cri
এপ্রিল ১৪: যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও নিহতের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে চীনের বিরুদ্ধে একশ্রেণির মার্কিন রাজনীতিবিদের আক্রমণ ও দোষারোপ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, হোয়াইট হাউসের বাণিজ্যিক উপদেষ্টা পিটার নাভারো এবং সিনেটর টম কটন যথেচ্ছা চীনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেই যাচ্ছেন।

ভাইরাসের বিরুদ্ধে জয়ী হতে চাইলে বৈজ্ঞানিক যৌক্তিকতা প্রয়োজন, গুজব ও দোষারোপ নয়। দি ডেইলি বিস্ট নামের মার্কিন সংবাদ-পর্যালোচনা সাইট ১২ এপ্রিল জানায়, মার্কিন সরকার এখন সাধারণ নির্বাচনকে সামনে রেখে নতুন কৌশল গ্রহণ করেছে; আর সেটি হচ্ছে: মহামারীর সব দায় চীনের ওপর চাপিয়ে দেওয়া। কিন্তু মার্কিন রাজনীতিবিদদের শত মিথ্যাচার ও বাজে কথা আন্তর্জাতিক সমাজের কাছ থেকে মহামারী ঠেকাতে তিনটি মার্কিন ব্যর্থতা লুকিয়ে রাখা যাচ্ছে না।

বস্তুত, যুক্তরাষ্ট্রের নীতি প্রণয়নকারীরা জীবন বাঁচানোর ওপর অধিক গুরুত্ব না দেওয়ার কারণেই সেদেশে মহামারী প্রতিরোধে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040