বিশ্বব্যাপী মহামারী মোকাবেলায় যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা প্রয়োজন: মার্কিন বিশেষজ্ঞ
  2020-04-13 19:00:20  cri
এপ্রিল ১৩: যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ গবেষক স্টিফেন রোচ সম্প্রতি সিনহুয়া বার্তা সংস্থাকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, নভেল করোনাভাইরাস হলো একটি বৈশ্বিক হুমকি। বিশ্বের একযোগে তা প্রতিরোধ করার প্রয়োজন। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র-চীন সহযোগিতা অতি গুরুত্বপূর্ণ।

রোচ বলেন, নভেল করোনাভাইরাস মহামারী হলো বিশ্বজুড়ে গণস্বাস্থ্যের সংকট, যা রাষ্ট্রীয় সীমা অতিক্রম করেছে। একে মোকাবিলার একমাত্র পদ্ধতি হচ্ছে পারস্পরিক সহযোগিতা।

তিনি বলেন, এখন একটি ভালো সুযোগ। যুক্তরাষ্ট্র ও চীনের এই সুযোগকে কাজে লাগিয়ে বিজ্ঞানের গবেষণা, গণস্বাস্থ্য ও তথ্যের ভাগাভাগিসহ বেশ কয়েকটি ক্ষেত্রের সহযোগিতা এগিয়ে নেওয়া উচিত।

কোনো কোনো মার্কিন রাজনীতিবিদ নভেল করোনাভাইরাস প্রশ্নে চীনের ওপর দোষ চাপিয়ে দিতে তত্পর। এ ধরনের আচরণ দেশ দু'টির সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, এই সংকটাবস্থায় যুক্তরাষ্ট্রের উচিত আত্মসমালোচনা করা এবং বিশ্বব্যাপী মহামারী মোকাবিলার জন্য চীনের সঙ্গে সহযোগিতা চালানো। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040