বাংলাদেশে এক দিনে সর্বোচ্চ ১৮২ জন করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫ জনের
  2020-04-13 18:52:54  cri
করোনায় সোমবার পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৮২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা ৩৯ এবং আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে এ সব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনার বিস্তার রোধে ঘরে থাকার জন্য সবাইকে আবারো আহ্বান জানান তিনি। করোনা রোগী পাওয়া যাওয়ায় রাজধানীর হাজারের বেশি বাড়িঘর ও গলি বিচ্ছিন্ন করা হয়েছে। সারাদেশে বেশ কিছু জেলাও বিচ্ছিন্ন করা হয়েছে। করোনা উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, রাঙামাটি, নোয়াখালী ও নড়াইলে এক শিশুসহ ৪ জন মারা গেছেন।

যুক্তরাষ্ট্রে আরও ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১৩১ জন বাংলাদেশি মারা গেলেন। আর বিশ্বের সব দেশ মিলিয়ে মারা গেছেন১৮৩ জন বাংলাদেশি।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040