প্রকাশিত তথ্যানুসারে, দূতাবাসের কাছ থেকে শিক্ষার্থীরা মাস্ক, জীবাণুনাশক ও হ্যান্ড স্যানিটাইজার পেয়েছেন। এ ছাড়া, শিক্ষার্থীদের প্রত্যেককে মহামারী থেকে বাঁচার কৌশলসম্বলিত একটি হ্যান্ডবুকও দেওয়া হয়েছে।
ভাইরাস-প্রতিরোধক সরঞ্জাম পেয়ে শিক্ষার্থীরা সোশ্যাল মিডিয়ায় "মাতৃভূমিকে ধন্যবাদ", "দূতাবাসকে ধন্যবাদ" শীর্ষক বিভিন্ন স্ট্যাটাস দিয়েছেন। (জিনিয়া/আলিম/শুয়েই)