বন্ধুরা, প্রথমে আপনাদের পাঠের অর্থ জানিয়ে দিচ্ছি। এই পাঠ হচ্ছে মাকে নিয়ে চীনের বিখ্যাত বিপ্লবী, রাজনীতিবিদ ও সমরবিদ চ্যু ত্যর লেখা একটি প্রবন্ধ। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানবিরোধী প্রতিরোধ যুদ্ধ ও গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর তিনি চীনের উপ-প্রধানমন্ত্রী ও গণমুক্তি ফৌজের সর্বাধিনায়ক ছিলেন এবং চীনের উন্নয়নে অনেক অবদান রেখেছেন। চ্যু ত্য'র সাফল্য ও অর্জনের পেছনে তার মায়ের বড় প্রভাব রয়েছে। আর এ পাঠে চ্যু ত্য ছোটবেলায় তার মায়ের কথা উল্লেখ করেছেন।
চ্যু ত্য'র মা একজন কৃষিকাজ করা সাধারণ নারী। তিনি চ্যু ত্যসহ ৮টি শিশু লালন-পালন করেন। একটি বড় পরিবার সামাল দিতে চ্যু ত্য'র মাকে অনেক কাজ করতে হয়। মা শাকসবজি চাষ করেন, মুরগিকে পালন করেন, রান্না করেন, রেশমগুটি পালন করা, সুতা কাটা—সব কাজ করতেন। দরিদ্র জীবনে এই পরিশ্রমী নারী নিজের চেষ্টায় বাচ্চাদের যতটুকো সম্ভব সহযোগিতা করতেন। তা ছাড়া তিনি অন্য দরিদ্র মানুষকেও সাহায্য করতেন, বৃদ্ধদের যত্ন নিতেন। মায়ের এই পরিশ্রমী ও সদয় চরিত্র চ্যু ত্যর ভবিষ্যৎ জীবনে বড় প্রভাব ফেলে। সেই সময়ে চীনে দরিদ্র পরিবারের ছেলেদের শিক্ষা গ্রহণের সুযোগ খুব কম ছিল। তবে মায়ের সমর্থন ও চেষ্টায় চ্যু ত্য স্কুলে যান। পরবর্তীতে একটি স্বাধীন চীনের জন্য চ্যু ত্য বিপ্লবী দলে যোগ দেন, এতেও তার মা সমর্থন দেন।
তার মা সারা জীবন দরিদ্রতার সঙ্গে সংগ্রাম করেছেন এবং কখনও হাল ছেড়ে দেননি। এই পাঠে শুধু একজন মাতার মহান আদর্শই নয়, বরং এক সাধারণ নারীর জীবন থেকে চীনের শ্রমজীবী মহান মানুষকেও বোঝা যায়।
বন্ধুরা, এই পাঠের প্রধান শব্দগুলো হলো:
妈妈 mā ma মা 母亲 mǔ qīn মাতা
抚养fǔ yǎng লালন-পালন করা 抚养孩子fǔ yang hái zi বাচ্চা লালন করা
劳动 láo dòng পরিশ্রম করা他一直在工地上劳动tā yì zhí zài gōng dì shàng láo dòng সে সবসময় পরিশ্রম করে।
勤劳 qín láo পরিশ্রম 勤劳地工作 qín láo de gōng zuò পরিশ্রমী কাজ করে
鼓励 gǔ lì উৎসাহ দেওয়া妈妈鼓励我学习 mā ma gǔ lì wǒ xué xí মা আমাকে শিখার উৎসাহ দেন। 他需要一些鼓励 tā xū yào yì xiē gǔ lì তাকে কিছুটা উত্সাহ দেওয়া দরকার।