আফগান তালিবান ২০জন সরকারি সেনাকে মুক্তি দিয়েছে
  2020-04-13 14:21:04  cri
এপ্রিল ১৩: আফগানিস্তানের তালিবানরা গতকাল (রোববার) ২০জন সরকারি সেনাকে মুক্তি দিয়েছে।

তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এদিন সামাজিক মাধ্যমে এ খবর দেন। তিনি বলেন, ২০জন বন্দীকে তারা দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের রেড-ক্রস সোসাইটির কাছে হস্তান্তর করেন।

এর কিছু আগে আফগান সরকার ১০০জন তালিবান বন্দীকে মুক্তি দেয়। এপ্রিলের ৮ তারিখ থেকে আফগান সরকার তালিবান বন্দীদের মুক্তি দেওয়া শুরু করে। ১২ এপ্রিল পর্যন্ত ৩০০ বন্দী মুক্তি পায়।

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি গত ১০ মার্চ তালিবান গোষ্ঠীর সঙ্গে এক চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী ৫ হাজার তালিবান বন্দীকে মুক্তি দেওয়ার কথা।

(স্বর্ণা/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040