মার্কিন চিকিত্সকদের চীনা চিকিত্সকদের কাছে সাহায্য-প্রার্থনা প্রসঙ্গ
  2020-04-12 16:35:12  cri
এপ্রিল ১২: নভেল করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি রাজ্যে বিভিন্ন চিকিত্সাসামগ্রীর অভাব দেখা দেয়। মার্চ মাসের শেষ দিকে বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমের সূত্র থেকে জানা যায়, কোনো কোনো হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের প্রতিরোধমূলক পোশাকের অভাবে আবর্জনার ব্যাগ গায়ে দিয়ে কাজ করতে হয়েছে।

মার্কিন সরকারের ধীরে চলার নীতির কারণে, মূল্যবান সময় নষ্ট হয় এবং সেদেশের স্বাস্থ্যকর্মীরা যথাযথ প্রস্তুতি নিতেও ব্যর্থ হন। এই অবস্থায় মার্কিন চিকিত্সক ও বিশেষজ্ঞরা চীনের চিকিত্সক ও বিজ্ঞানীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন এবং মহামারী প্রতিরোধের অভিজ্ঞতা ও মোকাবিলার কৌশল সম্পর্কে জেনে নেওয়ার সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নাল ১০ এপ্রিল জানায়, যুক্তরাষ্ট্র এবং চীনের শতাধিক চিকিত্সক বরাবরই ইন্টারনেটের মাধ্যমে অনুষ্ঠিত নানা সম্মেলনে রোগীদের চিকিত্সা দেওয়া, মহামারীর প্রতিরোধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করে আসছেন।

হার্ভার্ড মেডিকেল স্কুলের ডিন জর্জ ডালি বলেছেন, বিশ্বব্যাপী গণস্বাস্থ্য সংকটের সময়, চিকিত্সক ও বিজ্ঞানীরা রাজনীতি দূরে ঠেলে দিয়ে জনকল্যাণে কাজ করতে সক্ষম। চীন ও যুক্তরাষ্ট্রের চিকিত্সক ও বিজ্ঞানীদের সহযোগিতা তার কথার সত্যতা আবার প্রমাণ করেছে। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040