নভেল করোনাভাইরাস রোধে টিকা নিয়ে গবেষণা করা উচিত: চোং নান শান
  2020-04-11 15:52:47  cri

এপ্রিল ১১: নভেল করোনাভাইরাস সার্বিকভাবে নির্মূল করা সম্ভব নয়। ভবিষ্যতে এই ভাইরাস ফিরে ফিরে আসতে পারে। তাই, ভাইরাসের ভ্যাকসিন নিয়ে গবেষণা করা উচিত। গতকাল (শুক্রবার) চায়নিজ ইঞ্জিনিয়ারিং একাডেমির অ্যাকাডেমিশিয়ান চোং নান শান দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে মহামারীর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ নিয়ে অনলাইন-সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, ভাইরাসের জিন পরিবর্তিত হয়ে মানুষের শরীরে সহজেই বেঁচে থাকতে পারে। এদিকে, ফ্লুর তুলনায় এ ভাইরাসে মৃত্যুর হার ২০ গুণেরও বেশি। বিষয়টির ওপর সত্যিই গুরুত্বারোপ করা উচিত। তা ছাড়া, নভেল করোনাভাইরাস নিউমোনিয়ায় মৃত্যুর হার তুলনামূলকভাবে বেশি বলে, অবিলম্বে টিকা বা ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টা চালিয়ে যেতে হবে। চীনে টিকা আবিষ্কারের কাজ চলছে বলেও তিনি উল্লেখ করেন। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040