অকালে লকডাউন তুলে নিলে মহামারী আবার দেখা দিতে পারে: হু
  2020-04-11 15:48:35  cri
এপ্রিল ১১: অকালে হোম কোয়ারেন্টিনসহ বিভিন্ন নিষেধাজ্ঞা তথা লকডাউন তুলে নিলে মহামারী আবার ফিরে আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (শুক্রবার) সকালে জেনিভায় এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, বিগত এক সপ্তাহে স্পেন, ইতালি, জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের সবচেয়ে মারাত্মকভাবে আক্রান্ত দেশগুলোতে নতুন করে আক্রান্ত রোগীর সংখ্যার বৃদ্ধি কমেছে। অন্যদিকে, কোনো কোনো দেশে নতুন রোগীর সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

তেদ্রোস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা করে ক্রমাগতভাবে নিষেধাজ্ঞা শিথিল করার কৌশল প্রণয়ন করছে। নিষেধাজ্ঞা শিথিল করার আগে ৬টি দিক বিবেচনায় রাখা উচিত, যেমন: মহামারীর বিস্তার রোধের দক্ষতা, যথেষ্ট গণস্বাস্থ্য ও চিকিত্সাসেবা, বিদেশ থেকে আসা মানুষের দ্বারা সংক্রমণের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা, ইত্যাদি। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040