জি-টোয়েন্টির কাছে ১৬৫ সাবেক নেতা ও বিশেষজ্ঞের যৌথ প্রস্তাব
  2020-04-11 15:41:03  cri

 

এপ্রিল ১১: সম্প্রতি ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী জেমস্‌ গর্ডন ব্রাউনসহ বিশ্বের প্রায় ১৬৫ জন সাবেক শীর্ষনেতা ও বিশেষজ্ঞ জি-টোয়েন্টির সদস্যদেশগুলোর কাছে একটি যৌথ প্রস্তাব পেশ করেন।

প্রস্তাবে বলা হয়, আগামী কয়েক দিনে আন্তর্জাতিক সমন্বয় অভিযান চালাতে হবে, যাতে বৈশ্বিক গণস্বাস্থ্যের নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব মোকাবিলা করা যায়। মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের আন্তর্জাতিক অভিযানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র নেতৃত্বের ভূমিকাকেও প্রস্তাবে সমর্থন করা হয়।

প্রস্তাবে আরও বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের উচিত ৮০০ কোটি মার্কিন ডলার দানের প্রতিশ্রুতি পূরণ করা, যাতে দ্রুত কোভিড-১৯ মোকাবিলার ক্ষেত্রে বিরাজমান দুর্বলতা দূর করা যায়। তা ছাড়া, যেসব দেশে স্বাস্থ্য-ব্যবস্থা অতি দুর্বল, সেসব দেশকে সাহায্য করতে আরও ৩৫০০ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা উচিত বলেও প্রস্তাবে উল্লেখ করা হয়। (লিলি/আলিম/শুয়ে)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040