মার্কিন রাজনীতিবিদ নিজের দায় অন্যের ওপর চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে; তারা 'সত্য গোপনের ওস্তাদ' : সিআরআই
  2020-04-10 21:14:39  cri

এপ্রিল ১০: যুক্তরাষ্ট্রের কোভিড-১৯ রোগের পরিস্থিতি অনেক জটিল আকার ধারণ করেছে। এ দায় অন্যান্য পক্ষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে দেশটি। তারা 'সত্য গোপনের ওস্তাদ'। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ৮ এপ্রিল আবারও চীনের বিরুদ্ধে অপবাদ দিয়ে বলেন, চীন তথ্য গোপন করেছে। মনে হয় মার্কিন রাজনীতিবিদের চোখে মহামারী পরিস্থিতিতে প্রথম কাজ মানুষের প্রাণ বাঁচানো নয়, বরং রাজনৈতিক প্রতিপক্ষকে অপমান করা! সিআরআই সম্পাদকীয় এসব মন্তব্য করেছে।

মহামারী পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কিছু মানুষ 'সত্য গোপনে ওস্তাদের' পরিচয় দিয়েছে। নিজের ভুলে দেশের এত ক্ষতির পরও তারা অন্যের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। নিজস্ব ভুল সংশোধন না করে বরং চীনকে অপবাদ দিচ্ছে; যা একেবারে নৈতিকতা বিবর্জিত কাজ!

চীনে দু'মাসের কিছু বেশি সময়ে মহামারী নিয়ন্ত্রণে এসেছে। এ কারণে চীনকে অপবাদ দেওয়া হচ্ছে যে- 'চীনের তথ্যে স্বচ্ছতা নেই' । অথচ, ২১ জানুয়ারি থেকে প্রতিদিন, চীন সরকার হালনাগাদ তথ্য প্রকাশ করে আসছে। এ ছাড়া, মার্কিন বিশেষজ্ঞরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার দলে অংশ নিয়ে চীন পরিদর্শন করে গেছেন। তারা ৯ দিন ধরে সার্বিকভাবে চীনের মহামারী পরিস্থিতি ও প্রতিরোধ পরিস্থিতি ঘুরে ঘুরে দেখেছেন। তাহলে 'অস্বচ্ছতা' কোথায় দেখলেন তারা?

বর্তমানে, যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে ১৬ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। অপবাদ দেওয়া, অন্যকে দোষারোপ করা ও অব্যাহত মিথ্যা বলতে থাকলে আরও প্রাণহানি বাড়বে। মার্কিন রাজনীতিবিদদের জেগে ওঠা এবং দ্রুত প্রাণ বাঁচানোর জন্য সঠিক পথে ফিরে আসার আহ্বান জানানো হয় সম্পাদকীয়তে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040