আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ প্রতিরোধ করার আহ্বান চীনা প্রতিনিধির
  2020-04-10 19:31:22  cri

এপ্রিল ১০: জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (বৃহস্পতিবার) কোভিড-১৯-সংক্রান্ত সমস্যায় ভিডিও সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন তাঁর বক্তব্যে আন্তর্জাতিক সমাজকে ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।

চাং চুন বলেন, কোভিড-১৯ মহামারীর পর মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণা আরও স্পষ্ট হয়েছে। চীনের প্রতিরোধের অভিজ্ঞতা থেকেও বোঝা যায়, কোভিড-১৯ রোগকে পরাজিত করা সম্ভব। বিশ্বব্যাপী এ চ্যালেঞ্জের মুখে একতা, সহযোগিতা, পারস্পরিক সাহায্য হচ্ছে মৌলিক উপায়। মহামারীর সময় অপবাদ বা এটি নিয়ে রাজনীতিকরণের দৃঢ় বিরোধিতা করে চীন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040