করোনা বিস্তার ঠেকাতে বাংলাদেশে ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ছে
  2020-04-10 19:30:14  cri

করোনার বিস্তার রোধে সরকার চলমান সাধারণ ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বাড়াচ্ছে। শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ ছুটি বাড়ানো হচ্ছে এবং শিগগির এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি। এর আগে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল, ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল এবং তৃতীয় দফায় ১৪ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়লো।

এদিকে, সরকার সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে। সন্ধ্যা ৬টার পর ঘর থেকে কেউ বের হলে কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040