করোনায় বাংলাদেশে একদিনে সর্বোচ্চ ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ৯৪ জন
  2020-04-10 19:27:49  cri

করোনা আক্রান্ত হয়ে দেশে শুক্রবার পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৯৪ জন। এতে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৭ জনে আর মোট আক্রান্ত ৪২৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১৮৪টি। এতে শনাক্ত ৯৪ জনের মধ্যে ৩৭ জন ঢাকায় আর ১৬ জন নারায়ণগঞ্জের। এদের মধ্যে ৬৯ জন পুরুষ ও ২৫ জন নারী। মৃত ৬ জনের ৩ জন ঢাকার, ২ জন নারায়ণগঞ্জের ও ১ জন পটুয়াখালীর।

করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘন্টায় লক্ষ্মীপুর, নোয়াখালী, দিনাজপুর ও গাইবান্ধা জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে মারা গেছেন আরও ৪ বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে ১০০ জন বাংলাদেশির মৃত্যু হলো।

এদিকে করোনা রোগী পাওয়ায় রাজধানীর মগবাজার ও বংশালের কয়েকটি গলি বিচ্ছিন্ন করা হয়েছে। এ নিয়ে রাজধানী ঢাকার ৬১টি এলাকা লকডাউন করা হলো।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040