কোভিড-১৯ নিউমোনিয়ার মৃত্যুর হার ফ্লু'র চেয়ে দশ গুণ বেশি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2020-04-10 17:15:40  cri

এপ্রিল ১০: বিশ্ব স্বাস্থ্য সংস্থা গতকাল (বৃহস্পতিবার) জানায়, কোভিড-১৯ নিউমোনিয়ার মৃত্যুর হার ফ্লু'র চেয়ে দশ গুণ বেশি।

সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, কোভিড-১৯ এখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। অনেক দেশের স্বাস্থ্যখাতে বিপর্যয় তৈরি হয়েছে এবং বিশ্ব অর্থনীতি বিশৃঙ্খল হয়ে পড়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ ইতোমধ্যে উন্নত দেশগুলোর অনেক ক্ষতি সাধন করেছে। এতে গরীব ও দুর্বল দেশগুলোতে অনেক বেশি ঝুঁকি তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে তিনি প্রতিজ্ঞা করে বলেন, 'আমরা সব চেষ্টার মাধ্যমে তা প্রতিরোধ করার চেষ্টা করব।'

তিনি বলেন, বর্তমানে আফ্রিকায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু বৃদ্ধির গতি অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানুয়ারি মাসে সতর্কতা জানালেও, সময়মতো পদক্ষেপ না নেওয়ায় অনেক দেশ বিপদ মোকাবিলায় প্রস্তুতি নেওয়ার সুযোগ হারিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বিতীয় কোভিড-১৯ প্রতিরোধ পরিকল্পনা প্রকাশ করবে বলে জানিয়েছে। এতে সর্বাধুনিক জ্ঞান, প্রতিরোধ ব্যবস্থা, টিকা গবেষণা, চিকিৎসার পদ্ধতি অন্তর্ভুক্ত হয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040